বাগেরহাট প্রতিনিধি : লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলে বইছে ঝড়ো হাওয়া। সাগরে আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। এ অবস্থায় প্রবল ঢেউয়ের কারণে ইলিশ আহরণে নিয়োজিত জেলেরা সাগরে জাল ফেলতে না পেরে ফিরছে নিরাপদ আশ্রয়ে।

শুত্রুবার ভোর থেকে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। বনবিভাগ ও মৎস্য সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।

উপকুলীয় মৎসজীবি সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় আছড়ে পড়ছে প্রচন্ড ঢেউ। এ কারণে অধিকাংশ ট্রলার সাগরে টিকতে না পেরে উপকূলের সুন্দরবন, বাগেরহাট, মংলা ও শরণখোলাসহ নিজ নিজ এলাকায় চলে আসতে শুরু করেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে সমস্ত ট্রলার মাছ ধরছিল সেগুলোও সাগর ছেড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।

তিনি আরও জানান, ইলিশ মৌসুমে একদিকে সাগরে দস্যুদের উৎপাত, অন্যদিকে কয়েক দফা বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে না পেরে মহাজন ও জেলেরা হতাশায় পড়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. কামাল আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে ইলিশ ধরা ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, শ্যালা, দুবলা, নারকেলবাড়িয়াসহ সুন্দরবনের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে।

(একে/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)