নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও এনিমেল হেলথ কেয়ার এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে গবাদি প্রাণী ও হাঁস-মুরগীর জন্য ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম সোনার, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস.এম. মাহুবুবুর রহমানসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীরা।

এই ক্যাম্পে গরুর জন্য আ্যানথ্রাক্স, ছাগল-ভেড়ার জন্য পিপিআর, হাঁসের জন্য ডাগপ্লেগ ও মুরগীর জন্য রাণীক্ষেত ভ্যাকসিন দেয়া হয়। ফ্রি ক্যাম্পে মোট ৫শ’টি গরু-ছাগল ও প্রায় ১ হাজার হাঁস-মুরগীকে ভ্যাকসিন প্রদান করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

(বিএম/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)