বগুড়া প্রতিনধি : বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে বগুড়ার ৩ জন এবং বাকি ২ জন পাবনা ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। করোনা উপসর্গে চিকিৎসাধীন ১১ জন করোনা পরীক্ষার আগেই মৃত্যবরণ করেন।গত চব্বিশ ঘণ্টায় বগুড়ায় করোনা শনাক্তের হার ২৫.০৪ শতাংশ।

বুধবার (৭ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত চব্বিশ ঘন্টায় ৬১৫ নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৫৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৩ জন। নতুন শনাক্ত ১৫৪ জনের মধ্যে বগুড়া সদরের ৮৮ জন, সারিয়াকান্দির ৬ জন, শিবগঞ্জের ২ জন, আদমদীঘির ৬ জন, দুপচাঁচিয়ার ৬ জন, কাহালুর ২ জন, নন্দীগ্রামের ১৬ জন, শেরপুরের ৭ জন, ধুনটের ৭ জন, গাবতলীর ৪ জন ও শাজাহানপুরের ১০জন রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে- বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) ও শেরপুরের হোসনে আরা (৭৫), পাবনা জেলার ফজলুর রহমান (৭৫) এবং সিরাজগঞ্জের ওসমান গণি (৯০)। এদের মধ্যে হোসনে আরা বেসরকারি টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪ জন বগুড়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়াও একই দিনে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ১১ জনের মধ্যে ৫ জন বগুড়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন।

ডা. তুহিন আরো জানান, মঙ্গলবার (৬ জুলাই) বগুড়া মেডিকেল কলেজের (শজিমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৮০ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় ৭ জন, এন্টিজেন পরীক্ষায় ২৭৫ নমুনায় ৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়াও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৪২ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

সর্বশেষ ফলাফল অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৫,০৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩, ১৫৬ জন। করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৪২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১,৪৮৯ জন।

উল্লেখ্য, এর আগের দিন বগুড়া জেলায় ৮১০ নমুনায় ২৩৮জন করোনা শনাক্ত হয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২৯.৩৮ শতাংশ।

(আর/এসপি/জুলাই ০৭, ২০২১)