মহিনুল ইসলাম সুজন, নীলফামারী : নীলফামারীর ডিমলায় কাঠ বোঝাই নছিমন উল্টে হেলপার রুবেল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে ও এক সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত কাঠ বোঝাই নছিমনটি উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজার থেকে দ্রুতগতিতে জলঢাকার দিকে যাবার পথে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে থাকা গতিরোধক (স্পিড ব্রেকার) দেখতে না পেয়ে উল্টে যায়। এ সময় হেলপার রুবেলের মাথায় চালকের উপরে থাকা লোহার ছাউনি ভেঙ্গে চাপা পড়লে ঘটনাস্থলে সে নিহত হন।খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করেন। নছিমনটিতে ওই সময় চালকসহ তিনজন থাকলেও দুর্ঘটনার পর চালকসহ দুইজন পালিয়ে যায়।

ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চাপা পড়া অবস্থায় হেলপার রুবেলের লাশ উদ্ধার করি আমরা।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এমআইএস/এএস/জুলাই ০৮, ২০২১)