কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হাত-পা বাঁধা অবস্থায় আজম আলী (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টা থেকে আজম আলীকে নিখোঁজ ছিলো।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া-দীঘলকান্দি মাঠের একটি ক্যানেলের মধ্যে থেকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা আজম আলীর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া মন্ডলপাড়া গ্রামের নজের আলীর ছেলে।

নিহতের বড় বোন মনজুয়ারা খাতুন জানান, আজম আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিল এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার সাথে এলাকার কাইমুদ্দিনের ছেলে স্বপনের সাথে সুদের টাকা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে স্বপনের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল আজমকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজম আলীকে হত্যার অভিযোগে পুলিশ স্বপন নামের একজনকে আটক করেছে।

এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকের কলেজ হাসপাতালে প্রেরন করেছে বলে জানা গেছে।
(কেকে/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)