সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়া দু’বাংলাদেশী নারীকে ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জোরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার ফয়েজ আহম্মেদ জানান, কলারোয়া উপজেলা সদরের রীতা ও জোনাকী নামের দু’ নারী বৃহস্পতিবার সকালে অবৈধপথে ভারতে যায়। তাদেরকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ। পরে শুক্রবার সকাল ১০টায় তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবি’র কাছে সোপর্দ করা হয়।

পতাকা বৈঠকে পাঁচ সদস্য বিশিষ্ঠ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার ফয়েজ আহম্মেদ । বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন আমুদিয়া ক্যাম্পের এসি বড়ুয়া।

(আরকে/অ/সেপ্টেম্বর ০৫, ২০১৪)