ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কানাইপুর এলাকায় সড়ক দুঘর্টনায় মা ও ছেলের মৃতু হয়েছে । মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাস, মটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই মা শিখা বেগম (৪০) ও পরে আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ছেলে সুমন (১৯) মারা যায়।

কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মটরসাইকেল আরোহী সুমন ও শিখা বেগম অটোরিক্সার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন থেকে যশোরগামী রয়েল পরিবহনের একটি বাস তাদের দুইজনকে চাপা দিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী গ্রামের ওয়াহিদুজ্জামানের স্ত্রী শিখা বেগম নিহত হয়। গুরুতর আহত তার ছেলে তৌহিদুর আহমেদ সুমনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, তৌহিদ তার মাকে চিকিৎসার জন্য ফরিদপুরে আসছিলো । সে ফরিদপুর রাজেন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ।
(আরইআর/এএস/এপ্রিল ২২, ২০১৪)