স্টাফ রিপোর্টার : নিজের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণের আকুতি জানিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপন ছোট ভাই মোজাম্মেল হক লালুর স্মরণসভায় নেতাকর্মীদের প্রতি তিনি এ আকুতি জানান।

এরশাদ বলেন, অনেকে মারা গেছেন, বড় বড় কবর রয়েছে। সেখানে মানুষ ফুল দিতে যায়, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করবে। মানুষ যেন আমাকে স্মরণ করতে পারে।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আমাদের বাবা-মায়ের কবরের পাশে একটি কবরের জায়গা ছিল। আমার ইচ্ছা ছিল, আমার মৃত্যুর পরে আমাকে যেন সেখানেই কবর দেওয়া হয়। কিন্তু আমার ছোট ভাই আগে চলে যাওয়ায় সে জায়গায় ছোটভাইকে কবর দেওয়া হয়েছে। এখন আমার কবর কোথায় হবে, আমি জানি না।

এরশাদ তার ছোট ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সে আমাদের পরিবারের মধ্যে সব চেয়ে ভাল ছিল। নিরঅহঙ্কার ও নির্লোভ মানুষ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)