হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১০জন।

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার আমতলী এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। নিহত পুরুষ যাত্রীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। নারী যাত্রীর বয়স আনুমানিক ২০ বছর। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। বাসটি আমতলী এলাকায় পৌঁছলে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ম্যাক্সিটি ধুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ম্যাক্সির তিন যাত্রী নিহত এবং ১২ যাত্রী আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক আরও দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(পিডিএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)