অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে নতুন করে ১৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৭৩ জনে। নতুন করে আরো ৪জনসহ করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৪৩ জনের মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্য নিশ্চিত করেছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে জেলায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ১৬০ জনের মধ্যে সদর উপজেলায় ৭৮, রাজৈরে ৪২, শিবচরে ২০ এবং কালকিনিতে ১৫ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৩ হাজার ৫৭৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ৫৬৫, কালকিনিতে ৫৩৮, রাজৈরে ৯৫০ এবং শিবচর উপজেলায় ৫২০জন। নতুন করে আরো ৪জনসহ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৪৩জন মারা গেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯৪৯জন। এর মধ্যে হাসপাতালে ২২জন এবং হোম আইসোলেশনে ৯২৭জন।

(ওকে/এসপি/জুলাই ১০, ২০২১)