কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার থেকে ইয়াবা পাচার রোধে প্রশিক্ষিত ডগ স্কোয়াডকে মাঠে নামিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল থেকে প্রশিক্ষিত দুইটি কুকুর দিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে এ তল্লাশী শুরু করা হয়েছে।

বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, সকাল থেকে মরিচ্যা যৌথ চেক পোষ্ট-এ “ডগ স্কোয়াড” মোতায়েন করা হয়েছে। এ ডগ স্কোয়াড মদ, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন প্রকৃতির মাদকদ্রব্য তল্লাশী ও সনাক্তকরণে প্রশিক্ষিত। ফলে মাদক চোরাচালান প্রতিরোধ কার্যক্রম নতুন মাত্রা যোগ হল এটা। বিশেষত প্রশিক্ষিত ডগ-এর সাহায্যে কর্মরত বিজিবিরা ব্যাপক হারে ইয়াবা চালান জব্দ করতে সক্ষম হবে। বর্তমানে দুইটি প্রশিক্ষিত কুকুর দিয়ে এই ডগ স্কোয়াডের যাত্রা শুরু হয়েছে। পরে আরো চারটি প্রশিক্ষিত কুকুর আনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মিয়ানমার থেকে চোরাই পথে টেকনাফ দিয়ে ইয়াবা আসছে। আর এটা চলে যাচ্ছে বাংলাদেশে সর্বত্র। ইয়াবার এ ভয়াবহতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কার্যক্রমের সাথে যুক্ত হল প্রশিক্ষিত কুকুর।

(টিটি/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)