স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় গুলিতে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে।

ওই ঘটনায় নিহত সায়মনের চাচা মজিবুর রহমান শুক্রবার বিকেলে খিলগাঁও থানায় অজ্ঞাত তিন চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

খিলগাঁও এসআই খায়রুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের পাশে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় নিহত হয়েছেন শরীফ হোসেন সায়মন (২৯)। এ সময় তার বাবা ইসরাফিল হোসেন ইসরাইল (৬৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

অফিস থেকে ফেরার সময় বাসার কাছে নিজের গাড়ি থেকে নামার সময় ছিনতাইকারীরা গুলি করে তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এরপর তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন। ইসরাফিল বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)