ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে । দুপুর একটায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের ৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৫০ জন সফরসঙ্গী থাকছেন শিনজোর সঙ্গে।

এই সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ, কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ, জাতিসংঘে অস্থায়ী সদস্যপদে নির্বাচন ইস্যুসহ আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরের প্রথমদিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শিনজো। এছাড়া প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বিমানবন্দরে প্রথমে শিনজো আবেকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হবে। বিমানবন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিকাল ৩টায় সোনারগাঁও হোটেল সোনারগাঁয় জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীক বৈঠক করবেন শিনজো। বিকাল সাড়ে ৫টায় দু’দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর সন্ধ্যা ৬টায় শিনজো আবে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় হোটেল সোনারগাঁয় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট পরিদর্শন করবেন শিনজো। এছাড়া তিনি বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন। সকাল সাড়ে ১০টায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)