কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনা পজিটিভ ও ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।

চলমান লকডাউনে গণপরিবহন, কল-কারখানা, হোটেল-রেস্তোরাঁ শপিং মল পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকলেও স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন তারা।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে রবিবার দিনভর অভিযান চালিয়ে ৪৯ জনের কাছ থেকে ২৬ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে লোক সমাগম আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(ওএস/এএস/জুলাই ১২, ২০২১)