ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের ঢালচরের বালুয়ার খোলা সাগর মোহনায় ৬টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অপহরণের শিকার হয়েছে ৭ জেলে।

শুক্রবার দিবাগত রাতে এ ট্রলার ডাকাতির ঘটনায় সশস্ত্র নৌ-ডাকাতদের ধাওয়া খেয়ে উল্টে গিয়ে কুকরীর কালিরচরে একটি ট্রলার ডুবে গেছে। নৌ-ডাকাতদের হামলায় আহত হয়েছে ৬ জেলে। ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলে উদ্ধার হলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

চর কুকরীর শাহবাজপুর এলাকার বাশার মাঝি জানায়, ঢালচরের বালুয়ার খোলা সাগর মোহনায় শুক্রবার রাতে জেলেরা মাছ ধরে সাগর মোহনায় নোঙ্গর করেছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টায় দ্রুত গতি সম্পন্ন একটি বড় ট্রলারে করে ১০/১২জন সশস্ত্র নৌ-ডাকাত এসে ট্রলারগুলোতে হানা দেয়। এ সময় নৌ-ডাকাতরা ৬টি ট্রলারের জেলেদের কুপিয়ে ও পিটিয়ে সাগরে ফেলে দেয়।

তিনি আরো বলেন, এ সময় অপহরণের শিকার হয়েছেন ৭ জেলে। অন্য ট্রলারের সহায়তায় জেলেরা উদ্ধার হলেও আহতাবস্থায় ৬ জেলেকে বরিশালের শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

আহত জেলেরা হচ্ছে- কাশেম (৩৫), ছালেম খাঁ (৩২),মতলেব (২৩), খায়ের (২৮), কালাম (৩২) ও শফু সারেং (২৪)।


এছাড়াও অপহরণের শিকার জেলেরা হচ্ছেন-নুরনবী (৩২), মাঈনুদ্দিন (২৫),সামছু (৩০), জাহাঙ্গীর সারেং ছাড়া বাকী ৩ জেলের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে জেলেরা জানায়, ডুবে যাওয়া ট্রলারটির মালিকের বাড়ি দৌলতখান উপজেলায়।

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাফর শেখ জানায়, নৌ-ডাকাতির খবর জেলেদের মাধ্যমে শুনেছি। দূর্যোগ পূর্ণ আবহাওয়া ও দূর্গম অঞ্চল হওয়ায় অভিযান চালাতে বেশ কষ্ট হচ্ছে। তারপরও অভিযান অব্যাহত রয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)