টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ১৬৪ জন মারা গেছেন।

সোমবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রোববার সকাল ৬টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৫৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ২০৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ১০ হাজার ৪৩৪ জন। জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে ৮৩৫ জন।

সূত্রমতে, চলতি জুলাই মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ১২ দিনে দুই হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ১২ দিনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জন এবং উপসর্গ নিয়ে ৪৫ জন মোট ৯৪ জন মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আগত রোগীর সংখ্যা অনেক কম। এটা কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতার ফসল বলে মনে করেন তিনি।

(আরকেপি/এসপি/জুলাই ১২, ২০২১)