মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে কর্মহীন মেশিনারী শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ ১২ জুলাই সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. শিহাবুল আরিফ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত দু’সপ্তাহের কঠোর লকডাউনে মেশিনারীজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। আজ সোমবার যেসকল মেশিনারী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন তাদের মধ্য থেকে ৩০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।

(এম/এসপি/জুলাই ১২, ২০২১)