মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ চত্বরে স্ব স্ব ইউনিয়ন এর জনপ্রতিনিধিদের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকনসহ অন্যরা।

জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে ৬৫ লাখ টাকা ব্যয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হলো। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের অতি দরিদ্র মানুষ আগামী ঈদ আর একটু স্বচ্ছন্দের সাথে পালন করতে পারবে।

সাইফুজ্জামান শিখর জানান- করোনার কারণে একটি মানুষও যেন না খেতে পেয়ে কষ্ট না পায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নানাভাবে মানুষের বাড়িতে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করছেন।

(ডিসি/এএস/জুলাই ১২, ২০২১)