মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও যুবলীগ কর্মী মমিনুল আলম পূষণের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ দায়ের করেন এনায়েতনগর এলাকার ইমরান হোসেন নামের এক ডিস ব্যবসায়ি । 

এলাকাবাসীরা বলেন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা অত্যন্ত ভালো মানুষ ও সফল কাউন্সিলর। এবং মমিনুল আলম পূষণ একজন যুবলীগের কর্মী সেও এলাকার গরিব দুখী মানুষের পাশে সব সময় থাকেন। যে ব্যক্তি কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও মমিনুল আলম পূষনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন সে এলাকার ডিস ব্যবসায়ি ও একজন চিন্তিত অপরাধী। ইমরান অত্র পাড়া মহল্লায় ডিস ব্যবসার সাথে জড়িত সে কোন ধরনের লোক এটি এলাকার সকলেরই জানা। কিছু দিন আগে ডিস ব্যবসায়ি ইমরান হোসেন জোড় করে একটি মসজিদের মোতোয়ালি হয়েছেন। এবং চাঁদাবাজী ও মাদক সহ সকল প্রকার অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী আরো বলেন, ইমরান এই মিথ্যা অভিযোগ করে আমাদের ৮নং ওয়ার্ডের সফল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও এলাকার সুযোগ্য সন্তান যুবলীগের কর্মী মমিনুল আলম পূষনের সম্মান ক্ষুন্ন করতে চেয়েছিল। তাই এলাকাবাসী এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, সামনে নির্বাচন তাই একটি চক্র আমি যেন আসন্ন নির্বাচনে জয়ী হতে না পারি তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দায়ের করে।

(এস/এসপি/জুলাই ১৩, ২০২১)