কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার দিনব্যাপী মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর মন্টু মাষ্টারের আম বাগানে এ খেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ গাদন খেলায় ২৫০ টাকা এন্টি ফিস দিয়ে কালু গ্রুপ, আনারুল ইসলাম গ্রুপ, তইদুল ইসলাম গ্রুপ, সাইফুল ইসলাম গ্রুপ, আইনাল ইসলাম গ্রুপ ও মারুজ গ্রুপ মিলে ৬ টি দল অংশগ্রহন করে।

খেলায় শহিদুল ইসলাম ও এনামুল হক নামের দুই জন রেফারী খেলাটি পরিচালনা করছে। খেলায় অংশ গ্রহনকারী ৬ দল বিভিন্ন এলাকা থেকে খেলোয়ার বাছাই করে হায়ার করে এনেছে।

গাদন খেলা আয়োজক রমজান আলী সাহেব, সানোয়ার হোসেন ও আমিরুল ইসলাম জানান, খেলায় যে দল প্রথম হবে সেই দলকে একটি রাজহাস, দ্বিতীয় দলকে একটি মোরগ এবং তৃতীয় দলকে একটি পাতিহাস পুরস্কার দেওয়া হবে। তাছাড়া দেশীয় সাংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে চলেছি।


(কেকে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)