কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতের বিশেষ আদালতে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচার কাজ। চলতি মাসের যে কোন দিন এ হত্যাকা-ের বিচার কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে শনিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে যান। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি মাসের যে কোন দিন ভারতের কুচবিহারের বিএসএফের বিশেষ আদালতে পুনরায় ফেলানী হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।

বিচার কার্যে ফেলানীর বাবা, মামা ছাড়াও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশ নেবেন।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। ফেলানীর মরদেহ কাঁটাটাতারের বেড়ায় ঝুলে থাকার ছবিটি সারা বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দেয়। এ হত্যাকা-ের দায়ে ২০১৩ সালের ১৯ আগস্ট অভিযুক্ত অমিয় ঘোষকে বিকসুর খালাস দেয় ভারতের বিএসএফের বিশেষ আদালত। পরে ন্যায় বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করে ফেলানীর পরিবার।

দেশি-বিদেশি চাপে চলতি মাসে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচার কাজ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)