চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান তজুমদ্দিনের প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। 

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অফিসার ইন চার্জ এস এম জিয়াউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্যাহ কিরণ, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, মলংচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী শিকদার, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন মিন্টু, চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এম নূরনবী, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি চপল রায় প্রমুখ।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডের মমতাজ বেগম, ২ নং ওয়ার্ডের শাহানাজ বেগম ও ৩ নং থেকে পারভিন আক্তার।

সাধারণ আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মোঃ হুমায়ুন কবির, ২ নং ওয়ার্ডের মোঃ সফিউল্লাহ, ৩ নং ওয়ার্ডের মোঃ তৈয়ব হোসেন, ৪ নং ওয়ার্ডের কাজী হেলাল উদ্দিন, পাঁচনং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের এন এম জাহাঙ্গীর, ৭ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মোঃ শাহজাহান এবং ৯ নং ওয়ার্ডের মোঃ মোখলেছুর রহমান।

শম্ভুপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হিসেবে শপথ নিয়েছেন রোকেয়া বেগম (১ নং ওয়ার্ড), ২ নং ওয়ার্ডের কানিজ ফাতেমা ও ৩ নং ওয়ার্ডের সুরমা বেগম।

সাধারণ আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডের মোঃ রুবেল, ২ নং ওয়ার্ডের মোঃ নিজাম উদ্দীন, ৩ নং ওয়ার্ডের মোঃ আলমগীর, ৪ নং ওয়ার্ডের মৃনাল কান্তি নন্দী, ৫ নং ওয়ার্ডের মোঃ রাজিব, ছয় নং ওয়ার্ডের মোঃ নয়ন, ৭ নং ওয়ার্ডের মোঃ হাফিজ উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীন ও ৯ নং ওয়ার্ডের মোঃ মঞ্জু।

এছাড়া চাঁচড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডের বিবি রহিমা, ২ নং ওয়ার্ডের শামছুন্নাহার ও ৩ নং ওয়ার্ডের বিবি জয়নব।

সাধারণ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডের মোঃ নাজিম উদ্দিন আলম, ২ নং ওয়ার্ডের আবু তাহের, ৩ নং ওয়ার্ডের সুফিয়া বেগম, ৪ নং ওয়ার্ডের আবদুর রব, ৫ নং ওয়ার্ডের মোঃ নোয়াব হোসেন হাওলাদার, ৬ নং ওয়ার্ডের মোঃ ফিরোজ উদ্দিন, ৭ নং ওয়ার্ডের মোঃ আঃ রব, ৮ নং ওয়ার্ডের মোঃ আব্বাস ও ৯ নং ওয়ার্ডের মোঃ জোবায়ের। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেজবাহ উদ্দিন সম্রাট।

(সিআর/এসপি/জুলাই ১৫, ২০২১)