বরগুনা প্রতিনিধি : উপজেলার বিভিন্ন হাট বাজারে খুচরা সার বিক্রেতারা কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, তালতলী উপজেলায় কৃষকদের আমন চাষের মৌসুম শ্রাবন ও ভাদ্র মাস। অন্যান্য ১০ মাসের তুলনায় এ দু’মাসে কৃষকদের অনেক বেশি সার প্রয়োজন। কিন্তু অন্যান্য মাসের চেয়ে আমন চাষের মৌসুম এ দু’মাসে এই এলাকায় সরকারের বেশি বরাদ্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সংকট দেখিয়ে কৃষকদের কাছে বস্তা প্রতি ৮৪০-৮৫০ টাকা করে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

খুচরা বিক্রেতারা জানান, তাদের স্থানীয় বিসিআইসি সার ডিলাররা সময় মত সার দিতে না পারায় পার্শ্ববর্তী উপজেলা আমতলী থেকে সার আনতে বস্তা প্রতি ৩০-৪০ টাকা অতিরিক্ত খরচ হয়ে যায়। সব মিলিয়ে আমাদের কিছু বেশি বিক্রি করতে হয়।

তালতলীর বিসিআইসি সার ডিলার ও উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার জানান, বর্তমানে সার নেই তবে শনিবার বিকেলে আংশিক ও রবিবার পর্যাপ্ত সার আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বদরুল আলম জানান, মাঝে মাঝে আমাদের টিম হাট বাজারে যাচ্ছে। কোন সার বিক্রেতারা ৮ শত টাকার বেশি দামে বিক্রি করতে দেয়া হবেনা। বেশি দামে সার বিক্রেতাকে হাতে-নাতে ধরতে পারলে পুলিশে সোপর্দ করা হবে।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)