বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় সুন্দরবন থেকে হরিণের  কস্তুরি পাচারকালে ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মংলা থানার বালুর মাঠ এলাকা থেকে ২ পাচারকারী আবুল হোসেন ও  সাঈদ শেখকে আটক করে ।

মংলা থানার উপ-পরিদর্শক এলাহী নেওয়াজ জানান সুন্দরবনের হরিণের মৃগনাভী-কস্তুরি চোরা বাজারে বেচা-কেনা হবে এমন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ মংলা থানার বালুর মাঠ এলাকার অবস্থান নেয় । এর পর ২ পাচারকারী আবুল হোসেন ও সাঈদ শেখ কস্তুরি নিয়ে সেখানে এসে দরদাম করতে থাকে । এসময় তাদের আটক করা হয় । তারা দীর্ঘ দিন ধরে সুন্দরবনের পুরুষ মৃগ হরিণঅবৈধ ভাকে শিকার করে তার নাভির একটি অংশ থেকে প্রাকৃতিকভাবে তৈরি কস্তুুরি সংগ্রহ করে তা চোরা বাজারে পাচার করে আসছিল । আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরে করা হয়েছে । আটককৃত দুই পাচারকারীর বাড়ি মংলা ও পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলায় । চোরা কারবারীদের কাজ থেকে উদ্ধারকৃত মৃগ হরিণের কস্তুরি দেখতে ও সুগন্ধী নিতে সকাল থেকে মংলা থানায় উৎসুক জনতার ভিড় পড়ে যায়। এসময় চারিদিকে কস্তুরির সুগন্ধ ছড়িয়ে পড়ে গোটা থানা চত্তর এলাকায়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কমৃকর্তা আমীর হোসাইন চৌধুরী সুন্দরবনের মৃগ হরিণের কস্তুরিসহ দুই চোরাকারবারী পুলিশের হাতে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মহা মূল্যবানকস্তুরি আদালতের মাধ্যমে তা পূর্ব সুন্দরবন বিভাগের জিম্মায় আনা হবে ।
(একে/এএস/এপ্রিল ২২, ২০১৪)