সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর দিক-নির্দেশনায় ফরিদপুরের সালথায় অসহায় দুস্থদের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুবলীগের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া ওমর ইবনে খাত্তাব মাদ্রাসা মাঠে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, সুমন, আলমাস সিয়াম প্রমূখ।

যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল বলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর দিক-নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে দুস্থ্যদের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

(এন/এসপি/জুলাই ১৬, ২০২১)