চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মানুষের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সারাদেশকে শীঘ্রই ব্রডব্যান্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, “বিদ্যুতের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যে সকল এলাকায় বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট বসানো হবে।”

আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিপিও, শিক্ষা অফিসার ও ইউনিয়নের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অযথা অতিরিক্ত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে না রেখে দিনের বেলায় ঘরের দরজা জানালা খুলে পর্দা সরিয়ে রাখুন এতে ঘর আলোকিত থাকবে।

তিনি আরও বলেন, অচিরেই চাঁপাইনবাবগঞ্জকে ব্রডব্যান্ড ও অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে এবং জেলার যে দু'টি ইউনিয়নের বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এছাড়া সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের ব্যবহারের জন্য কম্পিউটার ল্যাবের পাশাপাশি বিভিন্ন ভাষা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব নির্মাণ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার বশির আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফোকাল পয়েন্ট আলহাজ্ব আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামম হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হে.না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইমুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)