মানিক সরকার মানিক, রংপুর : রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

নিহতদের মধ্যে বাস চালক, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, এক শিক্ষার্থী এক কৃষক ও এক শিশু রয়েছে। মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে মহাসড়কে সকাল ৮ টায় ঘটে এ দুর্ঘটনা। বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মোঃ ইয়ামিন-উদ-দৌলা জানান, নিহত পাঁচজনের মধ্যে হাজী আব্দুল মতিন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার মৃত আব্দুল হামিদ মুন্সির ছেলে।

এছাড়া বাকিরা ঢাকার সাভার ধামরাই চৌতাল এলাকার মৃত আব্দুল হকের ছেলে সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জের জমির উদ্দিনের ছেলে কৃষক ফরিদ (৩৫), একই জেলার সাদুল্যাপুরের ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার (৯) ও নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২৭)। এদের মধ্যে নিহত শিশু বাবলী আক্তারের মা সেতারা বেগম আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(এম/এসপি/জুলাই ১৮, ২০২১)