আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আদালতের ভুলে বরিশালের আগৈলঝাড়ায় নির্দোষ তিন ব্যক্তিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, এনজিও প্রশিকা থেকে উপজেলার বেলুহার গ্রামের একটি সমিতির মাধ্যমে লোন গ্রহন করে ওই এলাকার আনোয়ার হোসেন, মোশারফ মীর, মীর দুলাল হোসেন। লোন আদায়ের জন্য প্রশিকা আদালতে মামলা করলে তারা লোনের টাকা পরিশোধ করায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। তার পরেও ওই লোনের টাকা আদায়ের জন্য পুনরায় প্রশিকার অন্য এক কর্মচারী নতুন একটি মামলা দায়ের করে।

ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু করে আদালত। তবে ওই ওয়ারেন্টের কাগজ ও আদালতের ধার্যকৃত তারিখের মধ্যে এক মাসের ব্যবধান লক্ষ করা গেছে। আদালতের ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে তাদের। এসময় গ্রেফতারকৃতরা পুলিশকে আদালতের রায়ের কপি দেখালেও ছাড় পায়নি তারা। আদালতের তারিখের ভুলের কারণে গ্রেফতার হতে হয়েছে তাদের।

অন্যদিকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাঠিরা গ্রামের লাল মোহনকে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার সকালে বরিশাল প্রেরন করা হয়েছে।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)