স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের পূরবী সিনেমা হলের সামনে শনিবার সকাল ১০টায় এক সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলীর (৫৫) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইয়াসিন আলীর ফুপাত বোন নাহিদা আক্তার বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনে পূরবী সিনেমা হলের সামনে দুইটি গাড়ির চাপায় মারাত্মকভাবে আহত হলে ইয়াসিনকে তিনিসহ অন্যরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবু আলী ফার্মেদি তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদা আরও জানান, ‘ইয়াসিনের বাসা মিরপুর-১২ নম্বরের কুর্মিটোলা বিহারি ক্যাম্পে। চলতি বছরের জুনে বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের আগুনে ইয়াসিনের স্ত্রী-বাচ্চাসহ পরিবারের নয় সদস্যের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তার মেয়ে ফারজানা ঢামেক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুদিন আগে বিহারি ক্যাম্পের বাসায় ফিরে যান। সকালে মেয়ের ওষুধ কেনার জন্য ফার্মেসিত যাওয়ার সময়ই ইয়াসিন আলী এই দুর্ঘটনার কবলে পড়েন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)