নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় শাপলা খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রী অপহরনের তিন দিনেও উদ্ধার হয়নি। স্বজনরা অনেক খোজাখুজি করে না পেয়ে অবশেষে শনিবার নলডাঙ্গা থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

অপহৃত শাপলা নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামের কালাম শাহের মেয়ে। সে পুঠিয়া উপজেলার পচামারিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী। গত ৩ সেপ্টেম্বর বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে সে অপহৃত হয়।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, শাপলা খাতুন গত ৩ সেপ্টেম্বর বাড়ি থেকে পার্শ্ববর্তী পচামারিয়া ডিগ্রি কলেজে যাচ্ছিল। এসময় পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাহতাব উদ্দিনসহ ৫/৬ যুবক তার পথ রোধ করে এবং জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে স্বজনরা খোজাখুজি করলেও গত তিন দিন ধরে শাপলার সন্ধান পায়নি। এ ঘটনায় শাপলার বাবা কালাম শাহ বাদি হয়ে শনিবার নলডাঙ্গা থানায় মাহতাব উদ্দিনসহ ৫/৬ জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করে।

নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, মেয়েটিকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)