বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন সিডর ও আইলা বিধ্বস্ত উপকূলীয় জেলা বাগেহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবিদের পরিচয়পত্র কার্ড  বিতরণ শুরু করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিচয়পত্র কার্ড  বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী, উপজেলার কৃষি কর্মকর্তা এইচ এম জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবি সমিতির সাংগঠনিক সম্পাদক আলামিন শেখ প্রমুখ।

সভায় জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়নের ৬ হাজার ৪শ’ ৫৪ জন মৎস্যজীবিদের মাঝে পর্যায়ক্রমে আগামী ২০সেপ্টেম্বর পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।
বক্তরা বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় মৎস্যজীবিরা প্রাকৃতিক দুর্যোগসহ বনদস্যুদের হামলা ও মুক্তিপনের দাবিতে অপহরণের ঘটনায় জেলেরা তাদের পরিচয়পত্রের মাধ্যমে সরকারি সহযোগীতা আওতায় আসবে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)