শাহ্ আলম শাহী, দিনাজপুর : করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনে চাহিদা মেটাতে বোচাগঞ্জ ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্ধোধন করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আজ সোমবার সকাল ১১ টায় দিনাজপুরের বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্ধোধনকালে মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, এখন করোনায় গ্রাম গঞ্জের মানুষও আক্রান্ত হচ্ছে। অনেক হাসপাতালে অক্সিজেন সুবিধা নেই। মুমুর্ষ অবস্থায় এসব রোগীদের বাঁচাতে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন।

তিনি বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইনের কারনে এখন থেকে অক্সিজেন সুবিধা পাবে এ অঞ্চলের মানুষ।

উদ্ধোনকালে, রংপুর বিভাগের স্বস্থ্য (ভারপ্রাপ্ত) পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা ছন্দা পাল, সহকারী কমশিনান ভুমি বকিাশ চন্দ্র বমন, উপজলো আওয়ামী লীগরে সভাপতি সাধারন সম্পাদক প্রমূখ।

(এস/এসপি/জুলাই ১৯, ২০২১)