মাগুরা প্রতিনিধি : দেশে বর্তমানে প্রায় ১২ হাজার মানুষ এইচ আই ভি সংক্রমনের শিকার। শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউস এর উদ্যোগে ‘এইডস প্রতিরোধে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে।

শনিবার মাগুরায় আয়োজিত এ সভায় এই সংক্রান্ত মূল বক্তব্য উপস্থাপন করেন লাইট হাউসের মাগুরা জেলা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।

পরিসংখ্যান অনুযায়ী বলা হয়- বাংলাদেশে শুধুমাত্র ২০১৩ সালেই এইচ আইভি এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন নারী পুরুষ। ২০১০ সালে যা ছিল ৩৭ জন। ২০১৩ সালে ৩৭০ জনের শরীরে এইচ আইভি সংক্রমন ঘটে। যার মধ্যে ৯৫ জনের শরীরে এটি এইডস আকারে রুপান্তরিত হয় ও ওই সংখ্যক মানুষ মারা যায়। বিগত ২৫ বছরে দেশে এই মরনব্যাধীতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৭২ জন।

সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে আলোচনায়ে আরও অংশ নেন লাইট হাউজের কাউন্সিলর আব্দুর রহমান বিপ্লব, সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম, রূপক আইচ প্রমুখ।

সভায় জানানো হয়,লাইট হাউস মাগুরা সহ দেশের ৫ টি বিভাগের ২১ জেলার ৩২ টি এলাকায় কাজ করছে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আইসিডিডিআরবি’র ব্যবস্থাপনায় দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে এ প্রকল্প চলছে বলে সভায় জানানো হয়। তাদের কার্যবলী হিসেবে হিজড়া ও এমএসএমদের সচেতনতা সৃষ্টিসহ এইডস প্রতিরোধে ব্যাপক কার্যক্রম ও চিকিৎসা সেবা দিচ্ছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)