সাতক্ষীরা প্রতিনিধি : সীমান্তে শান্তি রক্ষা , অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ সব ধরনের অপরাধ রোধে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙায় শনিবার সকাল সাড়ে ১০টা থেকে চার ঘণ্টাব্যাপি এ পতাকা বৈঠক চলে।

১০ সদস্য বিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকশী। ১০ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন পানিতর ১৪৪ ব্যাটালিয়নের অজিত কুমার ভি।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজীর আহম্মেদ বকশী জানান, অত্যন্ত সৌহার্দ্যপুর্ন পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুই সীমান্তে চলমান সমস্যাগুলির ওপর আলোকপাত করা হয়।এসব সমস্যা সমাধান এবং সীমান্ত অপরাধ প্রতিরোধ করে শান্তি বজায় রাখার পক্ষে ঐকমত্য পোষণ করা হয়।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)