সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘ দেড় যুগ পর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট। তার নিকটতম প্রার্থী সৈনিক লীগের কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট।

এদিকে সাধারণ সম্পাদক পদে কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু মাইক প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আরাফাত হোসেন আনারস প্রতীক নিয়ে ১২৪ ভোট ও সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী জিএম মিজানুর রহমান গোলাপফুল প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন।

কলারোয়া উপজেলা আ.লীগের দলীয় সূত্র জানায়, পৌরসভা ও ১২ টি ইউনিয়নের মোট ২৮৮ জন কাউন্সিলর আছেন।

এর মধ্যে ২৮৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার বিকেল তিনটা থেকে দলের তৃণমূলের নেতাদের ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়।
এর আগে সকাল ১০ টায় কলারোয়া উপজেলা আ.লীগের আয়োজনে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি তালা-কলারোয়ার সাবেক সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান,জেলা আ.লীগের সহ-সভাপতি মুনসুর আহম্মেদ, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আবু আহম্মেদ, সাংগঠিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাক আহম্মেদ রবি, তালা-কলারোয়ার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পাটির নেতা অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ, আহম তারেক উদ্দীন, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আ.লীগ নেতা অধ্যাপক এম এ ফারুক ও প্রভাষক মন্ময় মনীর।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)