ভোলা প্রতিনিধি : জেলার চরফ্যাশন উপজেলায় ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

সাগর মোহনার ঢালচরের রাক্ষুসিয়া পয়েন্টে রবিবার ভোর ৫টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢালচর এলাকার সাগর মোহনায় পাঁচটি ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, দুটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।

অপহৃত জেলেরা হলেন- রব মাঝি (৫০), ফকু মাঝি (৫০), ইব্রাহীম (৪০), সালাউদ্দিন (৩০), ওসমান (৩৫), সালাম (৩৭) ও আব্বাছ (৪৫)।

ঢালচরের মৎস্য আড়ৎদার ওমর আলী জানান, রব মাঝির নেতৃত্বে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত পাঁচটি ট্রলারে করে ১২ জেলে মাছ শিকার করছিলেন। ওই সময় ১৮ থেকে ২০ জনের একটি জলদস্যু বাহিনী অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ওপর হামলা চালিয়ে সাত মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচ মাঝি আহত হন। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামীণফোনের একটি নম্বর থেকে জলদস্যুরা কল করে ট্রলার ও মাঝিদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তপণ দাবি করেন। তারা বলেন, পুলিশকে নিয়ে কোনো চালাকি করলে তাদের মেরে ফেলা হবে।

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)