স্টাফ রিপোর্টার : বাংলাদেশে দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা ত্যাগ করেছেন।

রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে রবিবার সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

শনিবার দুপুর একটায় তিনি জাপান থেকে ঢাকায় পৌঁছেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শনিবার বাংলাদেশে পৌঁছে তিনি প্রথম জাতীয় স্মৃতিশৌধ পরিদর্শন করেন। এরপর বঙ্গবন্ধুর স্মৃতিশৌধ পরিদর্শন করেন।

শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এর সাথে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রী।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)