কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
এ সময় ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

রবিবার সকাল ৭টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের নাফ নদীস্থ আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিজিবি সদস্যরা হলেন টেকনাফ সদর বিওপির সিপাহি হাবিবুর রহমান ও হাবিদার লুৎফুর। গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারী হলো মিয়ানমারের মংডুর কায়ুকখালী পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে রিয়াজুল হক (২০)।

আহত বিজিবি সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইয়াবা পাচারকারীকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
টেকনাফস্থ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদীস্থ আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় যান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে ইয়াবা পাচারকারীরা। বিজিবি পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা পাচারকারীদের কয়েকজন পালিয়ে গেলেও তাদের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ সময় বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হন।
তিনি আরো জানান, আটক রিয়াজুল হককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ইয়াবাগুলো টেকনাফের মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. গফুরের জন্য মিয়ানমার থেকে আনা হচ্ছিল।

এ ব্যাপারে রিয়াজুল হক ও মো. গফুরের নামে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)