কক্সবাজার প্রতিনিধি : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার সকাল ৭টায় কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ কোস্ট গার্ড স্টেশনের পেটি অফিসার শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরারটেক পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ২২ জন মালয়েশিয়াগামীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নুনিয়ারছড়াস্থ কোস্ট গার্ড ক্যাম্পে আনা হয়েছে। তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।
শহিদুর রহমানআরো জানান, আটকদের মধ্যে নরসিংদীর ১১ জন, সিলেটের আটজন ও কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনজন বাসিন্দা রয়েছে।
উল্লেখ্য, গত এক মাসে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ১২৪ জনকে আটক করে কোস্ট গার্ড।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)