সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রকাশ্যে সালিশে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে মেয়ে জামাই। মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহ আলম মোল্লা (৫০)। তিনি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের সুরমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১০ সালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম মোল্লার মেয়ে কহিনুর খাতুনের বিয়ে হয় একই গ্রামের ইব্রাহীমের সঙ্গে। বিয়ের পর থেকেই ইব্রাহিম কহিনুরকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এর এক পর্যায়ে চলতি বছরের জানুয়ারি মাসে কহিনুরকে তালাক দেয় সে। শাহ আলম আদালতে কহিনুর ও তার সন্তানের ভরনপোষনের টাকা ও বিয়েতে দেওয়া যৌতুকের টাকা ফেরত পাবার জন্য ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলাটি সামাজিকভাবে মিমাংসা করার জন্য মঙ্গলবার রাতে ক্ষিদ্রমাটিয়া গ্রামে সালিশী বৈঠক বসে। এই বৈঠকের এক পর্যায়ে রাত সোয়া দশটার দিকে ইব্রাহিম তার শ্বশুর শাহ আলমকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসএস/এইচআর/এপ্রিল ২৩, ২০১৪)