তথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ ইন্টারনেট চলে গেলে গুগল ও ক্রোমে ডাইনোসর গেম খেলতে অনেকেই পছন্দ করেন। সে কথা মাথায় রেখে নতুন ‘টুইস্ট’ আনা হলো গুগলে।

এই ডাইনোসর গেমটি মূলত যারা ইন্টারনেট সংযোগ হারান তাদের ব্যস্ত রাখার জন্য ডিজাইন করা হয়েছিল।

আপনি এড্রেস বারে গিয়ে chrome://dino টাইপ করে যে কোনো সময় গেমটি খেলতে পারেন।

এর জন্য প্রথমে ডেস্কটপ বা মোবাইল ডিভাইসে গুগল ক্রোম খুলুন। তারপর যে কোনো ডিভাইস এয়ারপ্লেন মোড করলেই অনায়াসে গেমটি খেলতে পারবেন।

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২১)