গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ মাঠ সফর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার তিন দিনব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ মাঠ সফর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কৃষিবিদ মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালউদ্দিন এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রুহুল আমীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. মনিরুল ইসলাম, শিক্ষক গাইড ড. মো. বশীর আহমেদ ও প্রফেসর মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিক।

মাঠ সফরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)