কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ৪ ব্যক্তিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। এসময় এক দালালকে আটক করা হয়।

রবিবার বেলা ২ টার দিকে এ অভিযান চালানো হয়। আটক দালাল লিয়াকত আলী (২৭) টেকনাফের নোয়াপাড়ার হাজী তৈয়বের পুত্র।

উদ্ধার হওয়া যাত্রীরা হল, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ মোর্শেদ (২৫), আলম মিয়ার পুত্র মোর্শেদ আলী (২০), আব্দুল রশিদের পুত্র হাসান মিয়া (২০) ও ডেইল পাড়ার আমির হোসেনের পুত্র সামশুল আলম (২২)।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ নাজমুস সাদাত সৌম্য জানান, দমদমিয়া চেকপোষ্টে টেকনাফগামী একটি চান্দের গাড়ী হতে মালয়েশিয়াগামী ৪ জনসহ ১ জন দালালকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

(টিটি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)