লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রান্তিক পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে এশিয়ান সংসদীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২১। নিক্বন বিতর্ক সংসদ আয়োজিত ভার্চুয়ালে এ প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার সেরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

লক্ষ্মীপুরের বিতর্ক শিল্প ও যুক্তির সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিক্বণ বিতর্ক সংসদ একদল মেধাবী তরুণদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। এভাবে যুক্তির লড়াইয়ে এগিয়ে যাবে লক্ষ্মীপুর। উঠে আসবে উদীয়মান তার্কিক। যাদের হাত ধরে মুছে যাবে আগামীর গ্লানি, আগামীর অন্ধকার ও কুসংস্কার। এই প্রত্যয় সামনে রেখে গত ২৭ জুলাই সন্ধ্যা ৬ ঘটিকায় এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। যুক্তির লড়াইয়ে ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাফরিন সুলতানা মুন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দীন চৌধুরী নয়ন।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সময় টিভির ডিরেক্টর তুষার আব্দুল্লাহ, এনডিএফবিডি’র চেয়ারম্যান এ কে এম সোয়েব, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়া, নিক্বণ ডিবেট পার্লামেন্টের প্রতিষ্ঠাতা রাফি নাহিদ, স্পিকার অপু চন্দ্র দাস।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন এনডিএফবিডি’র সাবেক মহাসচিব শাকিল মাহবুব। বিচারক ছিলেন এনডিএফবিডি’র কো-চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন।

নিক্বণ বিতর্ক সংসদ সমন্বয়ক শাহনীম সাইফ রুহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি এস এইচ এ জালিশ।

এ আয়োজন সফল করার লক্ষ্যে কাজ করেছেন সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: বখতিয়ার আশিক, সাধারণ সম্পাদক আবু সাইদ শাওন, সহ-সাধারণ সম্পাদক রায়হান ইউসুফ রাফি, ইয়াছিন আরাফাত হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, দপ্তর সম্পাদক রেদওয়ান তাসমি সীমান্ত, সাংগঠনিক সম্পাদক আফসানা নুর সায়মা, প্রচার সম্পাদক ফাহমিতা প্রীতু, সহ-প্রচার সম্পাদক, আহনাফ আকিব, সহ অর্থ সম্পাদক জয়নব বিনতে তাকিয়া, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, কর্মশালা সম্পাদক আকরাম ইবনে হেলাল, সহ-অনুষ্ঠান সম্পাদক হাফিজ মাহমুদ সিয়াম, কার্যনির্বাহি সদস্য জান্নাত মেহবুবা, আঞ্জমান আরা ইতি, ও সুচনা আক্তার আইজি।

(এস/এসপি/জুলাই ২৯, ২০২১)