কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের নবীনপুরে গৃহবধু সালমা বেগমকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন স্বামী জুবায়ের হোসেন শাকিল, দেবর সাইদুর রহমান ও শ্বাশুড়ী সাহিদা বেগম। রবিবার দুপুরে স্বামী ও দেবরকে গঙ্গামতি থেকে ও শনিবার শ্বাশুড়ি কে কুয়াকাটা থেকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে গৃহবধুকে সালমা কে হত্যা করা হয়। শনিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আটজনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা করেন নিহতের ভাই সোহরাব।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৪)