স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জঅ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সংসদ জনগণের প্রতিনিধিদের দ্বারা গঠিত হয়নি তা জনগণের সংসদ নয়। এই সংসদে বিচারপতিদের অভিসংশনের যে বিল পাস হবে তা জনগণ সমর্থন করে না। এ বিল পাস হলে যে বিচারগুলো হবে, তা হবে আওয়ামী বিচার।

রবিবার রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘আমরা করব সংগঠন’ নামে একটি সংগঠন।

ফখরুল বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশকে যে আশ্বাস দিয়েছেন, তা তিনি পূরণ করবেন বলে আশা করি। কিন্তু বাংলাদেশ সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ নির্বাচনে জাপানকে যে সুযোগ করে দিয়েছে এটা ক্ষতি বয়ে আনতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। সুতরাং তাদের শক্তিশালী মানসিকতা তৈরি করতে হবে। রাজনীতিকে কলুষমুক্ত করার জন্য কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)