ঝিনাইদহ প্রতিনিধি : করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে হরিণাকুণ্ডুতে কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী।

শনিবার (৩১ জুলাই)সকালে হরিণাকুণ্ডু উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা,সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ রওশন আলী, পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুর রহিম মোল্লা, উপজেলা আওয়ামীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেরেকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জান তাজুসহ প্রমুখ।

(একে/এসপি/জুলাই ৩১, ২০২১)