রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : শনিবার (৩১ জুলাই) কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় চন্দন কুমার দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারহাট থেকে তিস্তামুখী একটি দ্রুতগামী ট্রাক মন্ডলের বাজারের পাশে শনিবার (৩১জুলাই) দুপুরে পথচারী এক যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে কুড়িগ্রাম ও রংপুর থেকে সিআইডির যৌথ দল এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করে। সে রংপুর সদরের শ্যামা চরণ দাসের পুত্র চন্দন কুমার দাস(২৭) বলে তদন্তকারী সিআইডি দলের এসআই রফিকুল ইসলাম জানিয়েছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেন।

(পিএস/এসপি/জুলাই ৩১, ২০২১)