গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির সভা রবিবার (১ আগস্ট) উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, গৌরীপুরে মোট ১৭ হাজার ৮ শত টিকা এসেছে, ইতোমধ্যে ১ম ধাপে ১ম ডোজ দেয়া হয়েছে ৫ হাজার জনকে ও ২য় ডোজ হিসেবে টিকা গ্রহণ করেছে ৩ হাজার ২শ জন। ২য় ধাপে ১ম ডোজ গ্রহণ করেছে ৩ হাজার ৭শ জন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ডা. হাসিবুল আসিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

অন্যদিকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মফিজুন নূর খোকা, আব্দুল্লাহ আল আমীন জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার কমল রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

(এস/এসপি/আগস্ট ০১, ২০২১)