কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল গ্রামের গোলাম কিবরিয়াকে (১৭) হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচ জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. সায়েদুর রহমান  মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন তিন সহোদর শাহাদাৎ, আফজল ও দেলোয়ার হোসনে দিলু এবং মোবারক ও এমরুল। এমরুল ছাড়া বাকী ৪ জন পলাতক। সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্ত বাকি ৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ ডিসেম্বর বিকালে পূর্ব বিরোধের জের ধরে সেহরা প্রাইমারি স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে আসামিরা গোলাম কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

(পিকেএস/এইচআর/এপ্রিল ২৩, ২০১৪)